প্রকাশিত: Mon, Mar 20, 2023 2:08 PM
আপডেট: Mon, Jan 26, 2026 6:31 PM

পুলিশের উপর আস্থা নেই এমন একটি সমাজের সঙ্গে জঙ্গলের কোনো তফাৎ নেই!

মিজানুর রহমান খান : পুলিশের কাজ, ইংরেজিতে যাকে বলে পুলিসিং, সেটা হতে হয় নীতি ও আদর্শ ভিত্তিক এবং সেবামূলক। এই বাহিনীর কাজে শক্তিপ্রয়োগ, ক্ষমতা প্রদর্শন ও অন্যায়ের কোনো সুযোগ নেই। এই বাহিনীকে জনগণের কাছ থেকে সর্বোচ্চ শ্রদ্ধা অর্জন করতে হয়, নিজেদের প্রতিষ্ঠিত করতে হয় এমন একটি বাহিনী হিসেবে, যার ওপর লোকেরা ভরসা রাখতে পারবে। জনগণের, বিশেষ করে যারা দুর্বল, যেমন নারী ও শিশু এবং দরিদ্র, তাদের আস্থা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

একটি রাষ্ট্রে যেসব বিভাগ ও বাহিনী আছে তাদের মধ্যে এই পুলিশ বাহিনীকে সবচেয়ে বেশি দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ এবং আইনের প্রতি বাধ্যগত থাকতে হবে। তাহলেই তারা সবার কাছে হয়ে উঠবে নির্ভরযোগ্য। পুলিশের উপর আস্থা নেই এমন একটি সমাজের সঙ্গে জঙ্গলের কোনো তফাৎ নেই। লেখক: সাংবাদিক। ফেসবুক থেধকে